নদী, চোখ খুলো, দেখো আকাশটা তোমার স্বপ্নের আকাশের মতোন মেঘলা..
তোমার কত ইচ্ছে ছিলো ছাঁদে উঠে বৃষ্টিতে ভিজবার, আমি বারণ করে গেছি বারংবার…
নদী, আজ আমিই বলছি, চলো বৃষ্টিতে ভিজি… প্রতিদিনের ব্যস্ততায় কত কিছুই তো করা যায় না..
দুপুরের তীব্র রোদে বাসের লাস্ট সিটে কেই-বা বসে থাকতে চায়..
আর ঢাকার যানজট তো জানোই, মৃত্যু ডেকে আনে তবুও মুমূর্ষু রোগীর অ্যাম্বুলেন্সটা ছেড়ে যেতে দেয় না..
নদী, আজ যদি অভিমান করে বলেই বসো, “আমি বৃষ্টিতে ভিজবো না”, তবে কিন্তু এই আকাশে আমি আর মেঘ ডেকে আনবো না.. তখন, কে তোমাকে বৃষ্টিতে ভেজার আমন্ত্রণ করবে?
কার সাথেই বা ভিজবে?