তুমি হাসো আমি একটু কাঁদি,
আকাশ জুড়ে তারাদের ভিড়ে,
তোমার নামটি খুঁজি।
আহা! ওই যে ওই তারা টা
আমায় এনে দিলে,
রোজ দুপুরে গান শুনাবো
মাথায় টোপর দিয়ে।
শুনলাম বাড়ি ফিরছো?
অপেক্ষা করছে প্রিয় কেউ?
নাম কি?
কোন সুরে বাঁধে ঢেউ?
আচ্ছা সন্ধ্যা নামার আগে..
শালিকগুলো আজও কি নীড়ে ফিরে??
কই দেখলাম না তো কিছুই..
আঁধার ঘরে বাতি নাই যে..
নাই তো যে আজ বাবুই....
একদিন খুব রাগ করবি..
কাঁদবি যে একলা..
আজ না হয় একাই হাসলি,
আমি? অন্য বেলা...