খুঁজে যাই অতলে...
যা আছে জমা তোর বুক পাঁজরে..
কপালে সুখ, তার নিচে চোখ..
চোখের ভেতর মায়ার অসুখ..
অসুখের নাম কালো মেঘ..
মেঘের ভেতর কাটাকুটি খেলা..
সে খেলায় মত্ত পুরো শরীর..
যমুনার কালো জলে ভেসে যায় ভেলা..
চোখের নিচে ঘুমন্ত ভালুকের গুহা...
ভেতর থেকে ক্রমাগত আসতে থাকা দীর্ঘশ্বাস...
দীর্ঘশ্বাসের পাশে লুটিয়ে থাকা দুটি পাতা..
সবুজ পাতার দেহ হলুদ পাতায় মিশে একাকার..
পাতার স্পর্শের কাছাকাছি বসে থাকা একটা মধ্যাহ্ন..
মধ্যাহ্নের বিপরীতে বসে চোখে চোখ রেখে তাকিয়ে থাকা বিকেল...
বিকেলের কোল ঘেঁষে হেটে যাওয়া সবুজ ধানক্ষেত..
ধানক্ষেত মাড়িয়ে ছুটে চলা তুই
সেই সুবাদে তোর ডাকনাম...
বাউন্ডুলে....