এমনি এক ঝড়ো বিকেলে,
আমি তোমার আঙুল ছুঁয়ে হারিয়ে যেতে চাই
বৃষ্টির প্রতিটি ফোঁটায় তুমি যখন তোমার প্রাক্তণকে ভুলবার অশ্রু লুকাতে চাইবে?
আমি না হয় আকাশের দিকে তাকিয়ে থাকবো?
তবুও পিছুটান রেখো না।
কিছুদূর হাঁটতেই হাঁটুজল বইবে,
সেখানে তোমার নামে আমি কাগজের নৌকো ভাসাবো
সেই নৌকোটি কিছুদূর গিয়েই ডুবে যাবে জানি..
যেভাবে জীবন শেষে সবারই হারিয়ে যেতে হয়..
এক অসীম আঁধারে...


মৃন্ময়ী আমার,
তুমি তখন আমায় ভুলে যাবে?
যদিও ভুল করে ভুলেই যাও..
তবুও মনে রেখো আমার কবিতাকে..
আমার দেয়া কবিতার বইটিকে..
আমি জানি তুমি এখনো ছুঁয়ে দেখো নি..
একাকী আনমনে কবিতা আওড়াওনি...


এ জীবনের সবই বৃথা, ছন্নছাড়া-
আমি সব পেয়েছি এই জীবনে..
শুধু কবিতার আসল নায়িকা ছাড়া...