অন্যথায় অভিযোগ পত্র ডাকবাক্সে ফেলে যেও..
আমি দেখে নেবো.. তবুও নিরেট পাথর হয়ে যেয়ো না.. লোকদেখানো গাল-গপ্প তো বেশ করলে.. এবার না হয় মানুষ হও, মানুষের মতো মানুষ...
সময় খুব দ্রুত ছুটছে আর এর চেয়েও দ্রুত ছুটছো তুমি... এবার একটু শান্ত হয়ে বসো... দেখো আকাশটায় মেঘ জমেছে ভীষণ.. বৃষ্টি হলে ভিজবে? অনেকদিন হলো বৃষ্টির জল শরীর ছোঁয় না.. অন্তত এটুকুতে বাঁধ সেজো না..
অতঃপর জীবনের কাছে আর কিছুক্ষন সময় চেয়ে, অনুমতি নিয়ে বৃষ্টিকে ছুঁলাম.. জীবনটা খুব পোসেসিভ... একটু এদিক ওদিক হলেই হারিয়ে যেতে  চায়.. অথচ ও যদি জানতো ও হারালে আমিও যে হারাই..তবে হয়তো সকল বিধি-নিষেধ ছুঁড়ে ফেলে আমার ইচ্ছের ঝুলি নিজ কাঁধে নিয়ে সারাটি পথ হাঁটতো।