এখানে কোনো মায়া নেই,
এখানে কোনো অধিকার নেই,
এখানে পিছনে তাকাবার কোনো কারণ নেই,
এখানে ভীন চোখে চোখ পড়বার কোনো বারণ নেই,
এখানে কোনো পিছুটান নেই।


এখানে নেই বিচ্ছিরি রাত, তারায় তারায় বাধা..
এখানে নেই তুমুল বাতাস উড়োচুলে ফুল গাথা..
এখানে কোনো চালাকি নেই,নেই অভিমানে মুখভারে ভাসা...
এখানে কোনো বনোলতা নেই, নেই দুদণ্ড শান্তিতে ঘুম আসা..
এখানে পদ্মাবতী নেই, নেই নীলাম্বরীর কাজলদিঘী..
এখানে অপ্সরা নেই, নেই স্বপ্নের ভেতর যারে খুঁজি


এখানে গল্প নেই নেই কবিতার ছন্দ
এখানে শব্দ নেই, নেই আত্মচিৎকারে কেউ নিমগ্ন..
এখানে পুস্প নেই, নেই সোনালী প্রভাত
এখানে দুঃখ নেই, নেই মিথ্যে আঁতাত;
এখানে কোনো মায়া নেই
এখানে কোনো অধিকার নেই
এখানে কোথাও কেউ নেই