ভালোবাসতে এসেছিলাম..
দু হাতে ফুল ছিলো..
বানের জলে ভাসিয়ে দিলাম


অপলক তাকিয়ে থাকতে এসেছিলাম..
এক বুক আশা ছিলো..
স্বপ্ন ভেবেই মিটিয়ে দিলাম..


হাজার ক্রোশ হাটতে এসেছিলাম..
পায়ের তলায় ধূলো ছিলো..
ক্লান্ত বলেই থমকে গেলাম...


এক রাশ গল্প বলতে এসেছিলাম
সারা রাত আকাশ দেখবার কথা ছিলো
ঘুমিয়েই কাটিয়ে দিলাম।


অজান্তেই হাত ধরতে এসেছিলাম
তুমি ধরতে চাওনি তবুও
ছুঁইয়ে হারিয়ে গেলাম


বৈকালীপ্রেমে মত্ত হতে এসেছিলাম..
তুমি বিকেল চেনোনি..
গোধুলিকেই প্রেমিকা বানালাম..


আমৃত্যু তোমার সংস্পর্শ চেয়েছিলাম...
তোমার বোধ নেই..
মাটির সাথেই এ দেহ মিশিয়ে দিলাম....


আমি একটা গল্প চেয়েছিলাম..
তুমি ভাবতে জানোনা
কবিতাতেই গা ভাসালাম..


তোমায় নিয়ে খরস্রোতা পাড়ি দিতে এসেছিলাম
তুমি দাঁড় বাইতে পারোনা..
মাঝ নদীতেই নোঙর ছেড়ে দিলাম