আমি এক নব বসন্তের অপেক্ষায়...শুধু আমি নই,আমার সাথে আছে এক বিস্তর জনপদ। আমার পাশে আছে কবিতা, কবিতার মাথার উপরে আকাশ। আকাশের দিকে তাকিয়ে থাকা মেঘ, মেঘের ভিতর জল, জলের সাথে পাহাড়. পাহাড়ের হাতে হাত রেখে সমতল, সমতলের সাথে ঘাস, ঘাসের সাথে জল ফড়িং, জল ফড়িংয়ের সাথে দখিনা বাতাস, দখিনা বাতাসের সাথে অনিমেষের চিলেকোঠা..চিলেকোঠার জানালায় উকি দেয়া ভরাট জোছনা. জোছনার মায়ায় আগলে থাকা অগুন্তি তারা। তারার মেলায় হারিয়ে যাওয়া আধার। আধারের চোখে অশ্রু। অশ্রুর ধারায় ঝরতে থাকা বৃষ্টি.... বৃষ্টির জলে ভেসে যাওয়া ঝরা বকুল। বকুলের মালা হাতে দাড়িয়ে নীলাম্বরী. নীলাম্বরীর কাজলদিঘিতে থাকা নীলপদ্ম... নীলপদ্মের খোজে বদ্ধ পাগল কাব্য..
হে ঋতুরাজ বসন্ত, শুধু আমি নই আমার সাথে আছে এক বিস্তর জনপদ...
কেবলেই তোমার প্রতীক্ষায়