জগতে যা আছে অন্দর-বাহির..
এ চোখ,জানে খোঁজ
নদীর জল কত গভীর।


ক্ষুৎপিপাসু পথে কোন সে পথিক ছোটে..
ভেতর জানে, কূপের জলে নীলপদ্ম ফোটে...


রোজ নিশিতে ক্লান্ত কানাই, কেনোই বা সাঁতরায়?
অন্তর জানে, বুকের বাঁ পাশ অতীতরা হাতরায়..