তুই চাইলেই জাগতে পারি রাত, এক নিমেষেই..
তুই বললে মেঘ করে দিতে পারি আলো, এক তুড়িতেই..
তুই বললেই কাশফুলে ঢাকা চাদর, ঢেকে দিতে পারি সর্ষের হলুদে..
তুই বললেই পাহাড়ের বুক চিড়ে নামাতে পারি জল সমুদ্রে।
তুই বললে গোধূলিকে বেঁধে রাখতে পারি আর কিছুক্ষণ..
তুই বললেই বৈশাখি ঝড় নামাতে পারি যখন-তখন।
তুই বললে গভীর রাতে সাজতে পারি সং,
তুই বললেই অমাবস্যায়ও এনে দিতে পারি জোছনার রং