আরো একটি শীত কাটছে, কবিতা ছাড়া...
প্রতিবার শীত এলেই কবিতারা শীতকালীন অবকাশে চলে যায় ;
আর এর ফাঁকে আমি একটু শীতের চিরশত্রু সূর্যের সাথে পাইচারি করতে থাকি...
ওর ভীষণ হিংসে হয় আমাদের দেখে ;
ব্যাপারটি আমি বেশ উপভোগও করি বটে!


কেননা ও ঠিকই জানে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত এই সবগুলোর থেকে শীতই আমার সবচেয়ে প্রিয়..আর প্রিয় বলেই ও এতোটুকু নিশ্চিত যে আমি যাই করি দিনশেষে ওর কাছেই ফিরতে হবে, যেমন করে ক্লান্তি শেষে পথিকেরা বাড়ি ফিরে।


গত শীতে ”শীতের সূর্য” শিরোণামে একটি দীর্ঘ কাব্য লিখি এর পর থেকে শীত কখনোই আমায় সঙ্গ দেয়নি...
শীতেরও যে এক অনুভূতি বোধ আছে; তা সেদিন, ও প্রমাণ করে গিয়েছে। ওর ও যে কষ্ট হয়! মনক্ষুণ্ণ হয়!


অথচ তুমি ! আমার চারপাশে এখনও তোমার প্রেমিকের গালগপ্প করছো, আমার মতোই পাইচারি করছো।
কিন্তু শীত আর তোমার মধ্যে এতোটুকুই তফাত যে, আমার প্রতি শীতের কিংবা শীতের প্রতি আামার যে অগাধ একটি বিশ্বাস আছে, তা তোমার ভেতর নেই...
অথচ একসময় এই শীতের চাইতেও আমাদের বিশ্বাস কতই না অটুট  ছিলো খাঁটি ছিলো,


আমার এখনো মনে পড়ে, হাজার ব্যস্ততার ভীড়ে হারিয়ে যাবার পরও কি কাকতালীয়ভাবেই না আমাদের ফের দেখা হতো,
একটুখানি দেখা হবার সাধ জাগলেই, কেমন করে আলাদীনের দৈত্যের মতোন তোমার চোখের সামনে চলে আসতাম।


অথচ আজ কতগুলো শীত চলে গেলো আমাদের দেখা হয় না...
”দেখা হলেও ঐ একই...
কেমন আছো?
-ভালো, তুমি?
হুম ভালো....”