কালকের সকাল টা হয়ত আমাকে ছাড়াই শুরু হবে
লাল মোরগের ডাক হয়ত শোনা হবেনা আর-
অচেনা সূর্য হয়ত পথ হারাবে তোমার চোখে
লোনা জলে একে দেবে যন্ত্রণার কাঁটাতার।


তোমার কান্না হার মানাবে সব কষ্টকে
না বলা কথাগুলো ই খুব বেশি ভাবাবে তোমাকে।
আমি জানি, আমাকে কতটা ভালবাস তুমি-
ঠিক-যতটা আমি তোমাকে ভালবাসি।
আনমনে একা যত বারই আমাকে ভাববে
আমার শূন্যতা তোমাকে কাঁদাবে।


কালকের সকাল টা যদি আমাকে ছাড়াই শুরু হয়,
ভেবে নিও- একটা অ্যানজেল আমায় ডেকেছিল-
আমার হাত টা ধরে নিয়েছিল দূর আকাশে-
পৃথিবীর বাতাস ক্রমেই ফুরিয়ে এল-
পিছু ফেলে সব মায়া, আমাকে যেতে হয়েছিল।
বার কয়েক চেয়েছিলাম পিছু ফিরে-
চোখের জলে ভিজেছিল ধুসর পৃথিবী-


কালকের পর-
অসমাপ্ত রয়ে যাবে হাজারো স্বপ্ন-
পড়ে রবে মান-অভিমানের হিসাবটা-
অপূর্ণ ডায়েরী র পাতাগুলো তে পাবে না আর আমাকে
ভালবাসার স্মৃতিগুলো দিয়ে যাব তোমাকে।


আরও কিছুক্ষন থাকতাম যদি পৃথিবীতে!
দাঁড়াতাম মুখোমুখি দু-জনার-
ছুঁয়ে যেত নীল পেয়ালা'র ঠোঁট দুটোও  
চোখের জলে চলত সুখের নাও।  
আমি জানি-তা আর কোনদিনই হবে না
মেঘের বুকেই আঁকব আপন ঠিকানা।
স্মৃতির জোয়ারে ভেসে যাব সাদা ফেনাতে
শূন্যতার কালো রঙ  মুছে দেবে আমাকে।


ওপার থেকে যখনি ভাববো পৃথিবীকে-
হয়ত ফিরে পেতে চাবো তোমাকে-
তোমার স্মৃতি আমাকে বদলে দেবে চুম্বকে
তখনও তুমি থাকবে সমান বিপরীতে?

আমি যখন হেঁটে যাবো স্বর্গের সম্মুখে
হয়ত খুব বেশি মনে পড়বে বাড়ীর কথা।
আমাকে দেখে ঈষৎ হেসে প্রভু হয়ত বলবেন-
“পৃথিবীর জীবন ফিরে পাবে না আর-”
শুরু হবে নতুন এক দুনিয়ার।


আগামী নিয়ে ভাবিনাতো আমি আর-
কাল সকালে আমাকে পাবে না আর-
কালক্ষেপণ করি না কখনো অতীত ভেবে
এক সেকেন্ডেই জীবন প্রদীপ হয়ত যাবে নিভে।


কালকের সকাল টা যদি শুরু হয় মিছেমিছি,
ভেবো না’ক মোরা বহু দূরে সরে গেছি-
যত বারই তুমি দীর্ঘশ্বাসে ভাববে আমাকে নিয়ে
দেখবে আমি একই আছি তোমার ছোট্ট হৃদয়ে।


(হোয়েন টু-মরো... অবলম্বনে)