কবি গুরুকে শ্রদ্ধা জানিয়ে "বীরপুরুষ" অবলম্বনে.... একটি প্যারোডি পরিবেশনা....


মনে করো আমি রিকশায় ঘুরে
তোমায় নিয়ে যাচ্ছি পার্কের ধারে।
তুমি আছ হিজাব-নেকাপ পরে
চোখ দুটো একটুকু বের করে।
আমি যাচ্ছি লাল ফতুয়া পরে
ভয়ে ভয়ে তোমার হাতটা ধরে।
আশেপাশের নানান রকম ছেলে
দেখছে তোমায় নয়ন জোড়া মেলে।


সন্ধ্যা হল, সূর্য নামে পাটে
এলেম দুজন পৌর পার্কের ঘাটে।
হৈ-চৈ শুনি যেদিক পানে চাই
এমন সময় ফোন দিল তোমার ভাই।
তুমি তখন চুপসে গেছ তাই
ভয় পেয়েছ; ভাবছ, কি না কি হয়?
আমি বলছি ভয় পেওনা লক্ষ্মী
ঐ দেখা যায় জোড়ায় জোড়ায় পক্ষী।


ছেলে-মেয়েতে তে পার্ক রয়েছে ঢেকে
মাঝে মধ্যে রাস্তা চলেছে বেঁকে।
বাদাম-মুড়ি নেইকো কোনখানে
সন্ধে হতেই গেছে বাড়ির পানে।
আমরা তখন হিন্দি, বাংলা গানে,
ফ্লাশলাইটে দেখা যায় না ভাল।
তুমি তখন হাতটা ধরে বললে
"ঐ যে দেখ ল্যাম্পপোস্টের আলো!"


এমন সময় 'কেরে কে রে কে রে'
ঐ যে কারা আসতেছে লাইট মেরে।
তুমি ভয়ে ঝোপের একটা কোণে
আল্লা বিল্লা করছো প্রাণপণে,
আমি ছুটে পচা ডোবা'র পানে
একা একা কাঁপছি থরোথরো।
তুমি যেন কেদে বললে ডেকে
"আমায় ফেলে বাঁচার ধান্দা কর?"


..................সংক্ষেপিত