মায়াভরা আঁখি ,হে রূপবতী
আমি তোমায় ভালোবাসি
বুকের পাজরে রয়েছ তুমি
কেন তুমি এত রূপবতী ?
রুপের আগুনে সূর্য হার মানে ,
চন্দ্র তো তোমায় দেখে পলায়ন করে
দেখিলে প্রাণদোলা দেয় মনে ,
সত্যিই ! তুমি অপরূপা মায়াবতী
লম্বা কেশ আর হরিণের আঁখি
পুষ্পকানন জুঁই তোমায় ভালোবাসি।