কিছুটা আত্নগোপনেই আছি
আছি নিজের মত করে
অনেক ভাবনায় নিজেকে লুকিয়ে
প্রিয় মানুষদের কাছ থেকে।


ভাবছি আমার মত অসহায়
অনাহারী, প্রেমহীন যুবকের কথা
অলস মস্তিষ্কে আসেনা কোন কবিতা।


সমাজকে নিয়ে এখন আর ভাবিনা
সমাজ সমাজের মতই আছে
পরিবর্তন এর বেড়াজালে হারিয়েছি অনেক
কিছুটা গোপনে মায়াছাড়া প্রেম
নিয়তির দিকে তাকিয়ে আলসেমি চলছেই
অনেকটা আত্নগোপনে আছি ।


ভালোবাসার মানুষরা এখন দূরে
আমার এই দূর দিনে পাশে নেই কেউ
তাই এখন আত্নগোপনেই আছি
আছি তাদের থেকে দূরে
নিজের মত করে মায়াছাড়া প্রেমে।