জোসনা ভরা রাতে
বকুল গাছের তলে
ছিলাম তুমি আমি
হাতটি রেখে হাতে,
বলেছিলে তুমি আমায়
প্রতি জোসনা রাতে
এভাবেই বসবো দু’জন
বকুল গাছের তলে।


কোথায় তুমি হারালে
এসো না ফিরে
প্রতি জোসনা রাতে
আমি থাকি একা বসে
সেই বকুল গাছের তলে,
পাই শুধু তোমায় আমি
কল্পনার মাঝে
দেখি তুমি এসেছ ফিরে
ধরেছ আমার হাতটি
একটু আলতো করে
এভাবেই এসো তুমি
প্রতি জোসনা রাতে
থাকবো তুমি আমি
পাশাপাশি বসে
সেই “বকুল গাছের তলে”