হাজারো স্মৃতি কথা
আর অন্তরে জমানো ব্যথা ,
স্মৃতির আখরগুলকে ওপারে
রেখে চলে এলো বিদায় বেলা ।
কি নিঃস্ব ! কি দুর্বিষহ !
কি কাতর ! কি হাহাকার !
কত যে মধুর সোনালী সময় ,
কেন আজ চতুর্দিকে নেমেছে আঁধার?
কত সোনালী স্বপ্ন !
প্রাণ জুড়ানো মমতা ,
ধ্বংস বইছে বিদায়ে
হ্নদয় জুড়ানো অক্ষতা ।
হায়রে বিদায় !
কেন এত নিষ্ঠুর বেলা ,
কেঁড়ে নিলো সবই
শেষ করিল প্রেমের খেলা ।