কোন এক বৃষ্টিময় বিকেলে
রংধনুতে সেজেছিল আকাশ
যেন আমার মনের বিষন্নতা
রংধনুতে আঁকা।


কোন এক গোধূলি সন্ধ্যায়
পাখিদের নীড়ে ফেরা দেখে
ভীষন সাধ জাগে বাড়ি ফেরার।


কোন এক রাতের আকাশের চাঁদ দেখে
মনে হল তোমাকে হারানোর ব্যাথা।


কোন এক মধ্যরাতে হঠাৎ
বিড়ালের ডাক শুনে জেগে উঠা,
হারিয়ে যেতে ইচ্ছা করে
অন্ধকার রাতে কোন এক অচিনপূরে।

কোন এক ভোরবেলায়
পাখিদের ডাকে ঘুম ভেঙ্গে
সকালকে উপভোগ করা,
ইট পাথরের হৃদয় দিয়ে গড়া
এই শহরের অলি গলিতে ছুটে চলা।


বড় ক্লান্ত আমি দু'চোখে শুধু সহস্র জনমের ঘুম
আমি একটু শান্তি চাই
শুধু এক টুকরো শান্তি,
খুজি ফিরি এদিক ওদিক
কোথাও নেই, কোথাও নেই।


আমি শুধু একটি রাত্রি শান্তিতে ঘুমাতে চাই।