এটা বসন্ত না হেমন্ত?
আলোর ঝলকানি না উষার আলো?
তুমি কোথায় রেখেছ আমায়
আমি সেই বীরপুরুষ যে
জয় করেছি সপ্তম আকাশ
আর
সাত সমুদ্র তের নদী যার
প্রমান।
তুমি বলেছ আমায়
বড় ভালবাসি তোমায়
সার্থক আমি সত্যি সার্থক
সোনার প্রতিমা হয়েছে আমার
যার চলাফেরায় ধরা পড়ে
স্নিগ্ধময় রূপের বাহার।
কোমল হাসিতে রঙ্গীন যৌবনে
চোখের ভাষায় বুঝাতে আমায়
দারুন লাগে তোমায় ।
আমি সত্যি নির্বোধ,বুঝেও বুঝিনি
কিন্তু আজ সত্যি বলতে চাই
বড় ভালোবাসি তোমায়।