এখন আমার বাউন্ডুলে জীবন
ঘুরেফিরে দিব্বি কাটাই দিন,
কখনো রাস্তায়,কখনো গোরস্থানে
কখনো শ্বশানে লাশ পোড়াই
কখনো মুসাফির হয়ে মসজিদে মসজিদে
কখনো  কোন সাধুর আশ্রমে
কখনো বা মন্দিরে রামগোসাই হয়ে
কখনো বা মাজারে মাজারে
দিব্বি কেটে যাচ্ছে জীবন আমার
ভয়হীন কষ্টবিহীন এপার ওপার জীবন।


এই দুনিয়ার মায়া এখন আমায় ছোয় না
এই দুনিয়ার আবেগে আমি আর ডুবি না
এই দুনিয়ার প্রেমে আমি আর মরি না
বাউন্ডুলে জীবন আমার ,দিব্বি কেটে যাচ্ছে
                      হেলায় ফেলায় ।


আমি দেখেছি জীবনকে ,মরনের খুব কাছ থেকে
আমি দেখেছি প্রেমকে, যুবতীর বুক চিরে
আমি দেখেছি স্বপ্নকে ,তার চোখ দুটো উপরে নিয়ে
আমি আর কত কি দেখেছি হেরিয়ে ।


আমি বিশ্বাসকে দেখেছি ঈগলের চোখ দিয়ে
আমি কাটিয়েছি রাত পশুদের সাথে,
আমি কাটিয়েছি রাত বেশ্যার কুঠরিতে
যেন জীবন সংগ্রামে ক্ষতবিক্ষত জীবন্ত কোন লাশ
তবুও তাদের ভয় হয় হেরে যাবার ভয়।


বাউন্ডুলে জীবন আমার
দিব্বি কেটে যাচ্ছে হেলায় ফেলায়।