তুমি বৃষ্টি ভালোবাস আমি নই
তবুও আমি বৃষ্টিতে ভিজি,
যদিও বৃষ্টিতে ভিজলে দু’চার দিন
আমি বিছানায় পরে থাকি, সর্দি
জ্বর, গলাব্যথা আর কত কি
তবুও আমি বৃষ্টি ভালবাসি।


বৃষ্টিতে ভিজি দু’জনে আঙ্গুলে আঙ্গুল
ছোয়াই, অনেকটা পথ হাটি,
কাক ভেজা হয়ে নীড়ে ফিরি
তবুও আমি বৃষ্টিতে ভিজি।


বারান্দায় বসে বৃষ্টি উপভোগ করি
দু’জন পাশাপাশি বসি,কফির
মগে চুমুক দেই,অল্পসল্প গল্প
আর একটু খুনশুটি, বসন্তের বাতাসে
বৃষ্টির হিমেল ছোঁয়া-
কাকভেজা কোন এক সন্ধেবেলা।


তোমার কি মনে আছে সেদিনের কথা
সারাদিনের ক্লান্তি শেষে গিয়েছিলাম
সন্ধাতারার বাসা।
কি আনন্দই না হয়েছিল সেদিন
খিচুরি খেয়ে দু’চার পেগ মেরেছিলাম
তুমিও কম যাওনি!!!
মুষলধারে বৃষ্টি হচ্ছিল তাই আর
সেদিন বাসায় ফেরা হয়নি।


তোমার কি মনে আছে সেদিনের কথা
তুমি প্রথম গিয়েছিলে আমাদের গ্রামে,
যেতে যেতে বিকেল গড়িয়ে সন্ধ্যা
তখনও মুষলধারে বৃষ্টি হচ্ছিল,
তুমি কাদামাখা মেঠোপথে পা টিপে টিপে
হাটছিলে,হঠাৎ বাজ পরার শব্দে পা
পিছলে পড়ে গেলে,
কি হাসিই না হেসেছিলাম আমি
তোমার সেই কাদামাখা রাগি মুখখানি
আরেকবার দেখতে চাই,
তুমি কি যাবে কোন এক বৃষ্টির দিনে???