আমার দেয়ালের একটি ফ্রেমে এক মহিষী দেবীর চিত্র
সে দেবী, সে নারী ,সে প্রেমময়ী,সে ছলনাময়ী।
ছবিটি আমার মনের মাধুরী দিয়ে তোলা
যেন জীবন্ত কোন নারী, আবেদনময়ী।


কোন এক বসন্তের বিকেলে দু”জনের দেখা
বাসন্তী রঙের শাড়িতে তুমি অস্পরী কোন নারী।
খুব গরম ছিল ,আমি খুব ঘামছিলাম
কপাল গড়িয়ে কয়েকটা ফোঁটা মাঠিতে মিশে গেল
তুমি তোমার শাড়ীর আঁচল দিয়ে আমার ঘাম
মুছে দিলে ,যেন কোন দেবীর হাতের ছোঁয়া
সেই দেবী ,সেই নারী ,সেই প্রেমময়ী, সেই ছলনাময়ী
যার ফ্রেমে বন্দি ছবি আমার নিত্যদিনের সঙ্গী।।


নারী তুমি কি এখনো আমার কথা ভাব,
নাকি অন্যকেউ তোমার হৃদয় পটে আঁকা?
তুমি কি এখনো আমার সেই অপ্সরী
নাকি অন্য কোন পুরুষের হাতের ছোয়ায়
কামময়ী কোন নারী?


দেবী তুমি যেখানেই থাকনা কেন
তুমি আমার ফ্রেমে বন্দী অপ্সরী
আমার হৃদ মাজারে পবিত্র এক নারী।