সে ঘুমিয়ে আছে আমার নিদ্রাহীন চোখে  
ভীষণ অসহায় হয়ে,হারানোর ভয়ে, ভালোবেসে।


হারানোর ভয়টা তাকে ভীষণ চেপে ধরেছে
সে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে আমার বুকে,
আমি তার শ্বাসপ্রশ্বাস এর হিসেব গুনছি
এই মধ্যে রাতে বৃষ্টিময় মোহমায়ায় ।


এই হারানোর ভয়টা কবে,কখন,
কোথায় থেকে তার মনে উদয় হল সেটাই ভাবছি,
ভীষণ ভয় না পেলে এই মধ্যে রাতে
আমার কবিতা লিখার সময়
সে কখনো আসতো না আমার বাসায়,
ঠিক বাচ্চাদের মত বুকে শুয়ে আছে
নির্ভয়ে ,পরম যত্নে ভালোবেসে।


আমাদের ভালোবাসাটা এমনিই,
কখনো সে আমার লিখা কবিতা পড়ে খুব মুগ্ধ,
কখনো সে ভীষণ রাগে, তার রাগ ভাঙ্গানো মানে
যুদ্ধে জয়লাভ করার মত আনন্দ পাওয়া।


এই বৃষ্টিময় রাত,রাত হয়ে থাক,
সে ঘুমাক আমার বুকে পরম যত্নে ভালোবেসে।