অনেক দিন ধরে ভাবতেছি একটা প্রেমের কবিতা লিখবো,
সেই ভেবে কেটে যায় দিন মাস বছর।
বয়সের ভারে শ্রুতিমধুর কি লিখবো ভাবি
ভেবে ভেবে মগ্ন হই লিখা হয়না কিছুই,
সকাল গড়িয়ে বিকাল,বিকাল গড়িয়ে সন্ধ্যা নামে
ভাবি লিখতে বসবো নির্জনে রাতে
লিখা হয়না কিছুই, মাথাটা কেমন জানি ঝিম ধরে
কখন যে ঘুমিয়ে পরি চিরচেনা সেই কেদারায়
টের পাইনা কিছুই, চশমাটা ঘুমের ঘোরে পরে চুরমার
ঝাপসা দেখি চারপাশ, বুজতে পারি সময় অনেকটা পথ
পারি দিয়ে বিদায়ের ক্ষনটাকে আলিঙ্গনের বাঁধনে জড়ানোর
চেষ্টায় সফলের সন্নিকটে,তখনো ভাবি একটা
প্রেমের কবিতা লিখবো লিখা হয়না কিছুই।
কি নিয়ে লিখবো? কাকে ভেবে লিখবো?
কার প্রেমের মুগ্ধতায় আমি এখনো বাকরুদ্ধ?
কাকে নিয়ে লিখলে মনের তৃষ্ণা মেটে,
মগজের নিউরন গুলোর মুক্তি মিলে,
যদি লিখে ফেলি তাহলে কি মুক্তি মিলবে ?
নাকি নিজের লিখা নিজের পছন্দ না হলে
ছিঁড়ে উড়িয়ে দিব নির্মল বায়ুমণ্ডলে।
যদি উড়িয়ে দেই পাবে কি সে
আমার এই শেষ প্রেমের কবিতা
যাকে ভেবে লিখা।
নিজের কাছে নিজেকে আজ খুবই অসহায় মনে হচ্ছে,
আমি কি ভেঙ্গে পরছি?
না না ভেঙ্গে পরলে চলবে না
আমাকে লিখতেই হবে একটা প্রেমের কবিতা
যাহা লিখা হয়নি আদৌ।
বয়সের ভারে কুঁচকে গেছে ত্বক
পরিষ্কার দেখতে পাইনা কিছুই,
আবছা আলোয় হাতরেফিরি ভাঙ্গা চশমা,
যদি ফিরে পাই লিখে ফেলবো পুর্ন প্রেমের কবিতা
যাহা লিখা হয়নি এখনো।
কি লিখবো ভাবছি, দেহ, প্রেম,মন, চোখ,কেশ,
ঠোঁট,নাকি সদ্য মৃতের প্রেমের কবিতা।।
প্রেম বিভক্ত হয়ে যায় দেহে,দেহ আগুনে পুড়ে যায়
আমি তখনো ভাবি লিখবো একটা পূর্ন প্রেমের কবিতা
এই বিদায় বেলায় যাহা লিখা হয়নি এতকাল।।