কোথায় তুমি হারালে
এসো না ফিরে
বসে আছি আমি একা
আনমনা হয়ে।


চাঁদের আলোতে জ্বল জ্বল করছে
চারদিক
তুমি নেই পাশে
কেন একা লাগে
কোথায় তুমি হারালে?


কি দোষ ছিল আমার
চলে গেলে দূরে?


চলে গেছ তাতে কি
দিয়ে গেছ অনেক
তা দিয়ে বেঁচে রব
দিন মাস বছর।


কি দোষ ছিল আমার
বলে যাওনি তুমি
কাঁদিয়ে গেলে আমায়
শান্তনা দাওনি ।


তুমি চলে গেলে
দিয়ে গেলে অসীম শূন্যতা
বেঁচে আছি আমি একা
বুকে দিয়ে তিক্ততা।


ফিরে কি আসবেনা?
ধরবেনা আমার হাতটুকু
একটু আলতো করে।


কি দোষ ছিল আমার
জবাব দাওনি তুমি
অসীম শূন্যতার মাঝে
হারিয়ে গেছি আমি।


আমার পৃথিবীতে আলো জ্বেলে ছিলে তুমি
নিবিয়ে দিয়ে গেলে সেই তুমি,
অন্ধকারে রয়েই গেলাম আমি।


আজ তুমি অনেক দূরে
সুখের স্বর্গে আমায় ভূলে,
স্বপ্ন ছিল তোমায় নিয়ে
বাঁধব সুখের ঘর
স্বপ্ন আমার ভেঙ্গে গেল
তোমায় করে দিল পর।


তুমি বলেছিলে মন খারাপ হলে
দেখ প্রকৃতি
আজ দেখি প্রকৃতি
শুধু পাশে নেই তুমি।


সেই বকুল ফুল গাছটা
আজও ঠায় দাঁড়িয়ে
নেই শুধু তুমি
আমি একা দাঁড়িয়ে।


আলো জ্বেলে ছিলে তুমি
নিবিয়ে দিয়ে গেলে সেই তুমি
অন্ধকারের মাঝে মৃত্যুর প্রহরগুনী।