ভালোবাসা কি একটা অদ্ভুত অনুভূতি
যতই দূরত্ব বাড়ে অনুভূতিগুলো বিরহে।


রুপন্তি,আমাদের দূরত্ব মাত্র ৪৭৮৫ কিলোমিটার,
মাতৃভূমি থেকে আমি মরুভূমির ধূসর বালির প্রান্তে।
এখানেও সকাল হয় সূর্য উঠে প্রতিনিয়ত
এখানেও বাতাস বয় দিয়ে যায় হিমেল ছোঁয়া
এখানেও বসন্ত আসে,
বাসন্তীতে পাশে নেই তুমি,
কি বিরহ বেদনা মন থাকে  উতলা।


আমাদের কথা হয় অল্প সল্প রোজ,
আমাদের দেখা হয় রোজ অনুভূতি তে,
তবুও তোমাকে ছোঁয়ার যে আকুলতা
সেটা কুরে কুরে খাচ্ছে রোজ,
স্পর্শে ভালোবাসা সেটা আমি বলছি না,
তবুও তোমাকে ছুঁতে ব্যাকুল এই মন।


রুপন্তি,
বেলা শেষে রক্তিম সূর্য যখন
মরুভূমির বালিতে হারিয়ে যায়
সেই মুহূর্তে যদি হাতে হাত রেখে পাশে থাকতে,
সারাদিনের ক্লান্তি সব মিলিয়ে যেত মরুর বালিতে।


দূরত্ব কুরে কুরে খাচ্ছে,
বেলা অবেলা সারাবেলা তোমাতেই ডুবে থাকা,
এ কেমন অনুভূতি হচ্ছে ?


রুপন্তি,আমাদের সেই প্রথম দেখা,
বাসন্তী রঙের শাড়িতে তুমি অপ্সরা,
আমার হা করে তাকিয়ে থাকা,
সেই অপরূপ মুহূর্ত দ্বিতীয় বার আসেনি।


কোন এক বসন্তে আবার দেখা হবে আমাদের,
ছোঁয়া হবে তোমাকে,আমিতে তুমি,তুমিতে আমি
একাকার হবে দূরত্ব ভুলে।


রচনাকাল-২৩/১০/২০২০
শুক্রাবাদ ,ঢাকা , বাংলাদেশ