তোমাকে ভালোবাসার সময় নেই এখন
এখন আমার নয়টা-পাঁচটা জীবন,
এখন আমি খাঁচার পোষা পাখি
ডানা দুটো উড়তে ভীষণ রাজী,
এতকালের মুক্ত জীবন ছেড়ে
খাঁচায় আমি ভীষণ তীক্ত স্বাদে।


এখন আমার নয়টা-পাঁচটা জীবন
সন্ধ্যা হলে নীড়ে ফিরার তাগিদ,
সকাল হলে খাঁচার পোষা আমি।


মুক্ত আমি ,মুক্ত ছিলাম , ছিলাম আমি ভালো
এখন আমার সন্ধ্যাগুলো ভীষণ এলোমেলো,
দেখা হয়না তোমার সাথে আজ হল অনেক দিন
মনের মধ্যে ব্যথাগুলো করে শুধু চিন চিন।


এ না দেখার ব্যথা ভীষণ জ্বালাচ্ছে আজ ,
কি করবো , কি ভাবছি , মাথায় আমার তাজ
ভাবছি আমি ছেড়েই  দিব এহেন এই চাকরি
তোমার কাছে ফিরে যাব, মুক্ত স্বাধীন আরকি।


রচনাকাল-১০/০৩/২০২০
মিরপুর ,ঢাকা , বাংলাদেশ