অনেক দিন তুমি আসোনা
কেমন বদলে গেছ তুমি!
অনেকদিন তুমি কবিতা শোনাও না
কি হলো কিছু বলছো না যে?
কি বলবো?
একটা কবিতা বল খুব শুনতে ইচ্ছে করছে
শুনাতেই হবে?
হুম
ঠিক আছে শোনাচ্ছি।


নদীর পাড়ে নৌকা বাঁধা
আমার মনে তুমি আঁকা
বৃষ্টিতে শুধু ভিজ তুমি
সিক্ত হই শুধু আমি
আঁকাশের ঐ ধ্রুব তাঁরা
আমি তোমার মনে বাঁধা
অভিমানে দূরে থাকা
আমার হৃদয়ে ভালোবাসার খরা,
তোমার ঐ চোখের চাহুনী
হৃদয়ে আমার উঠে কাঁপুনি
তোমার ঐ চোখের কাজল
ভালোবাসা পেতে হৃদয় ব্যাকুল
তোমার পায়ের নূপুরের শব্দ
বৃষ্টি পরার মৃদু ছন্দ
তোমার ঐ খোলা চুল
হৃদয় সমুদ্র হয় ব্যাকুল
তোমার ঐ ঠোঁটের হাসি
ফুটন্ত এক গুচ্ছ গোলাপ রাশি
তোমার ঐ কানের দুল
ফুটে আমার হৃদয়ে ফুল
তোমার ঠোঁটের মিষ্টি ছোঁয়া
দু:খ গুলো ভুলিয়ে দেওয়া ।