যে প্রেমে আগুন জ্বলে
সে প্রেমাগুন তুমিই প্রথম জ্বেলেছিলে,
সেই প্রেমাগুনে আজও আমি ভস্ম হই
পুড়ে পুড়ে আমি আজ নিঃস্ব ।


তোমার মায়াভরা আঁখি,
চোখের চাহুনী,রঙ্গিন ঠোঁটের
জ্বালাময়ী হাসি আজও আমার পুড়ায়।


আজ এতকাল পর আমার মনে হচ্ছে
উত্তপ্ত লাভার জ্বালামুখে জ্বলেই যাচ্ছি আমি,
যে প্রেমে আগুন জ্বলে
সে প্রেমাগুন তুমিই প্রথম জ্বেলেছিলে।


উত্তপ্ত লাভার জ্বালামুখে জ্বলেপুড়ে
তোমার হাসির আরাধনা করি,
সেই হাসি ,উত্তপ্ত লাভা আমি বড়ই ভালোবাসি,
যে প্রেমে আগুন জ্বলে
সে প্রেমাগুন তুমিই প্রথম জ্বেলেছিলে।


কৃষ্ণচূড়া ফুল হাতে নিতে খুব ইচ্ছে করে,
নিতে পারি না,যদি প্রেমাগুনে সেও জ্বলেপুড়ে,
যে প্রেমে আগুন জ্বলে
সে প্রেমাগুন তুমিই প্রথম জ্বেলেছিলে।


আমি জ্বলছি প্রেমাগুনে প্রতিনিয়ত,
আমার মনে হচ্ছে আমার সাথে সাথে
আমার শোবার ঘরের বিছানার চাঁদর,
তোষক, তোষকের নিচের খাট, খাটের পায়া,
এমনকি আমার ঘুমানোর কোলবালিশটাও
            প্রেমাগুনে জ্বলছে,
তুমিতো জানো রুপন্তি,আমি
কোলবালিশে মাথা দিয়ে ঘুমাই,
যে বালিশে তুমি আমি শুয়েছি কতকাল।


যে প্রেমে আগুন জ্বলে
সে প্রেম তুমিই প্রথম নিবেদন করেছিলে।