ভাগ্যিস তুমি নেই,
তুমি থাকলে হয়তো কবিতা লেখা হত না,
হৃদয়ের লাইন গুলি ছন্দ হয়ে বের হত না।
তুমি থাকলে হয়তো রাত জাগা হত না,
জীবনটা হয়তো ঘুমিয়েই কাটাতাম।
তুমি থাকলে হয়তো হৃদয়ের দুর্দিনে এতোটা ক্ষরা যেত না,
ভাসতে ভাসতে হয়তো সমূদ্রের এতোটা দেখা হত না।


ভাগ্যিস তুমি নেই,
তুমি থাকলে হয়তো তাঁরার সাথে গল্প করা হত না,
বোকা চাঁদ টা হয়তো হিংসায় পুড়ে মরতো।
হয়তো গভীর রাতে আকাশের নিচে গান গাওয়া হত না,
গানের আবেগপূর্ণ লাইনগুলি উপলব্ধি করা হত না।
তুমি থাকলে হয়তো নিজেকে নিয়ে আত্ন-সমালোচনা করা হত না,
নিজের আড়ালে থাকা কলুষিত মানুষিকতা কখনই দূর হত না।


ভাগ্যিস তুমি নেই,
তুমি থাকলে হয়তো সারাক্ষন ব্যস্ততায় ডুবে থাকতাম,
ছোট ছোট আবেগগুলির যথাযথ মূল্যায়ন করা হত না।
তুমি থাকলে হয়তো পাগলামি করা হত না,
যাপিত জীবনে পরনিন্দা গুলো অযাচিতই রয়ে যেত।
তুমি থাকলে হয়তো কষ্ট নামের পরশ পাথর টা পাওয়া হত না,
ব্যাথিত কোন মানুষকে সুখি করতে পারার যোগ্যতা অর্জন করা হত না।


ভাগ্যিস তুমি নেই,
তুমি থাকলে হয়তো দৃষ্টিভঙ্গি কখনোই বদলাতো না,
ভাল মানুষের আড়ালে পরশ্রীকাতরতা দূর হত না।
তুমি থাকলে হয়তো স্বার্থপরতা আমাকে পেয়ে বসতো,
অন্যের কষ্ট দেখে তাচ্ছিল্য করতাম।
তুমি থাকলে হয়তো পৃথিবীটাকে চেনা হত না,
নিজের মানষিকতার পরিধিটা এতটা প্রশস্ততা পেত না।।


ভাগ্যিস তুমি নেই .... ।