যদি ক্ষনে ক্ষনে জন্মাতে পারতাম,
হতাম হতাশাগ্রস্থ মায়ের
একমাত্র অবলম্বন টি।
বাসনা হয়ে লুকিয়ে থাকতাম
সেই মানুষটির বুকে,
প্লাবনে যার নিয়ে গেছে সব
রেখে গেছে তাকে দুখে।
মমতা হয়ে জড়িয়ে থাকতাম
তার সাড়ির আচলটিতে,
সান্তনা হয়ে আসতাম ফিরে
অশ্রু মুছিয়ে দিতে।
মহাপ্রলয় হলে ছুটে যেতাম
প্রিয়ংবদার কাছে,
চাতুরি করেছ লুকিয়ে তুমি
ঠিক করনি বটে।
কিংবা আমি হতাম যদি
অন্যগ্রহের কেউ,
বললে কথা বুঝতেনা তোমরা
মনে হতো ঘেই ঘেউ।
পারলে হতাম রাজনীতির
সহিংসতার চিত্র,
মিলিয়ে দিতাম কাধেতে কাধ
হয়ে যেত সব মিত্র।
কিংবা আমি হতাম যদি
কাজি নজরুলের মতো,
বিদ্রোহী সূরে তুলে ধরতাম
দুঃখ কষ্ট আর ক্ষত।
রবিঠাকুর হলে আমি
সূর তুলতাম আরো,
প্রেম-প্রিতি সবি তুচ্ছ
নহে বন্ধু কেহ কারো।
এমনি করে হতাম যদি
সন্নাসী মানুষ কভূ,
অার্তনাদে কাটিয়ে দিতাম
ক্ষমা করে দাও প্রভু।
হতে চাই আমি সেই মাইলপোস্ট
পথের শেষ প্রান্ত,
মিশে যেতে চাই তোমাদের মাঝে
রয়ে যেতে চির অনন্ত।।।