অনাদর আর অবজ্ঞায়
জীবনের স্রোতে ক্লান্তিময় ব্যাথাভার,
দুঃসপ্নের টানে হৃদয়ের আলোয়
আজো প্রতিদিন অস্ত যায়,
পিছু ফিরে দেখি সেই পুরোতন সংলাপ,
সার্থের টানে কাছে ডাকা মানুষের হয়না অভাব,
আজও চিনতে ভুল হয়
সেই পুরোতন আকৃতির নুতোন রং,
সবাই যেন গিরগিটি সপ্নের মতো রঙিন,
আর আমিতো উপেক্ষিত বিষাদের রঙ
কুয়াশার মতো ঝাপসা সাদা কিংবা কালো।
আত্ন সমালোচনার কঠোর ব্জ্রপাতে
জীবন যেন নিঃসঙ্গতাকে আবলম্বন মনে করে,
মুহূর্তের মধ্যে হারিয়ে যায় জীবনের সাত রঙ।