হাত বাড়িয়ে ছুই না তোকে
মন বাড়িয়ে ছুই,
তুই যে আমার মরুভুমিতে
ছোট্ট সবুজ ভূই।
বাস্তবতায় পাই না তোকে
স্বপ্নে শুধু তুই,
তুই যে আমার শিতের সকাল
বেলি শেফালী জুই।
তুই যে আমার শীতল দীঘির
দুষ্ট মাতাল ঢেউ,
বুঝিস আমায় যতটা তুই
আর বোঝেনা কেউ।
তুই যে আমার চাদের আলোয়
লুকোচুরি খেলা,
না দেখলে তোকে আড়ি চোখে
কাটে না যে বেলা।
এক কে আমি দুই করি না
দুই কে করি এক,
একটু খানি আড়ি চোঁখে
বন্ধু আমায় দেখ।।!