একদিন আমিও তাঁর শরীরের গন্ধ মেখে
সাচ্ছন্দ্যে নিষুপ্তির তেপান্তরে দেব পাড়ি
তাঁর মুগ্ধতার উষ্ণতা মেখে
একদিন আমিও হব স্বৈরাচারী!
ভালোবাসার রেলিঙ বেয়ে একদিন
ঠিক পৌঁছে যাবো
তাঁর মনের খুব কাছাকাছি
নাহ,আমি উম্মাদ নই
শুধু পাগলের মতো ভালোবাসি!!


একদিন আমিও বসন্তের ফুলের মতো
ফোটবো তাঁর বুকের পরে,
বানাবো আবারও সেই অনুরক্তি
যা বৃক্ষপালকের মতো  ঝরে গিয়েছিল গত হেমন্তে।
প্রিয় ভালোবাসা আজ নাহয় তোমায় ছুটি দিলেম
কিছু বিষাদ আর কিছু দীর্ঘশ্বাসের সাথেই
না হয় আজ সন্ধী করে নিলেম!!


জানি এই ভালোবাসা অবিনশ্বর
জন্ম-জন্মান্তর,
যখন কোলাহল ভেঙ্গে খানিকটা
নীরব হবে সময়
তখন এই বিষণ্ণ অনুভূতি গুলোও
ভালোবাসায় হবে প্রসন্ন মুখর!
আজ না হয় থাকুক সবকিছু জমা হয়ে
কিন্তু তুমি দেখে নিও
একদিন আমিও!!