ফুরিয়ে গেছে সব আলো
একাকিত্বের অন্ধকার দেয়ালে
মোমের প্রদীপ সেও নিভে গেছে ক্ষয়ে ক্ষয়ে!
পূর্ণিমাও ঢেকে গেছে এক দুরন্ত অমাবস্যায়
আঁধারে লগ্ন ফুরিয়ে গেছে সুখের,
শুধু দূর থেকে চেয়ে গোধূলির পানে নির্বাক আমি।
এই কষ্ট বলার কেউ নেই!
এ বেদনা সইবো কেমন করে
এই চোখে যারে ভালো লেগেছিল
সে কিভাবে আঘাত করতে পারে?


জানালার পাশে দাঁড়িয়ে এক মিনিট
লুকিয়ে লুকিয়ে
এক টুকরো হাসি দেখার অপেক্ষায়...
হঠাৎ চোখ পড়তেই লজ্জায় মুখ ফিরিয়ে নিতে ওপাশে,
আমি দৌড়ে গিয়ে তাঁর হাতটি ধরে বলতাম
"বড্ড ভালোবাসি তোমাকে "
সে লজ্জামাখা আলতো সুরে বলতো
"যাহ দুষ্ট হয়ে গেছো "!


আজ সবকিছুই কেবল স্মৃতি
সে নেই আর আগের মতো,
আমিও যেন এখন শুধু অন্য মানুষ!
হৃদয়ে সকল বিষাদের ঘুম পাড়িয়ে
যেন ছুটছি কোনো সুখের সন্ধানে।
কিন্তু সুখ কোথায়?
মিথ্যে শুধু স্বপ্ন দেখায় সুখ নামের আলেয়ায়।


এই কষ্ট বলার কেউ নেই!