অদ্ভুত স্বপ্ন
মুগ্ধতার অপূর্ব লগ্ন
কেড়ে নিয়েছে রাতের ঘুম
বিচলিত হৃদয়ে উল্লাসের ঘন্টা বেজে উঠেছিল সেদিন।


একি অদ্ভুত চেহারা সামনে এসে দাঁড়ালো
যেন আকাশের চাঁদ হয়ে
জ্যোৎস্নায় আলোকিত করেছে আমার শয্যা!
আমি অবাক হয়ে তাকিয়ে আছি তার পানে।


স্তব্ধ হয়ে গেছে আমার কন্ঠস্বর,কিছুই বুঝতে পারছিনা,
কে সে ?
ভালোবাসার স্নিগ্ধ ছুঁয়ায় বার বার কাছে ডাকছে আমায়,
চুপিচুপি বলছে
প্রিয়তম তুমি ভয় পাচ্ছো বুঝি?
ভয় পেয়ো না,আমি তোমায় খুব ভালোবাসি!
কতই না খুঁজেছি তোমায়,আজ পেয়েছি
বলোনা তোমার হৃদয় মনিকোঠায় আমাকে ঠাই দিবে কি?


আমি উদাস হয়ে যাই তাঁর কথা শুনে
মনের অজান্তে বুকে জড়িয়ে নিতেই ঘুম ভেঙে যায় আমার।


আমি পাগল হয়ে তাঁকে খুঁজতে থাকি
সে কোথায়?
একটু আগে এসেই তো আমাকে ভালোবাসা দিয়ে গেলো!
না এটা স্বপ্ন হতে পারেনা...
আমি সত্যিই তাঁকে ভালোবেসে ফেলেছি।


আমি ততদিন অপেক্ষা করবো তাঁর
যতদিন না সে এসে বলবে
স্বপ্নে নয়,আমি সত্যিই তোমায় ভালোবাসি।


এই ভাবে
কুড়িটা বছর পেরিয়ে গেলো এখনো সে এলোনা
তবুও আমার অপেক্ষার অবসান নেই।
আজও আমার হৃদয়ে আশার প্রদীপ জ্বলে উঠে
সে আসবেই আমাকে ভালোবাসতে।
এখনো আমি সেই স্বপ্নের কথা ভাবি
এখনো আপসোস করি সেই রাতের
যে রাতে সে আমাকে শিখিয়েছিলো
প্রেম-ভালোবাসা!