ডাহুক স্বপ্নের তীরে,বিশ্বস্ত এক নীড়ে
বিন্দু বিন্দু জলের রেখা
সুখ যেন তার পায়ের নুপুর,
আমি শুধু ভাবতেই থাকি
সুখ যেন কত দূর।
ঘুমন্ত পৃথিবী
যখন একলা আঁধারে নিস্তব্ধ নগরী
মনের অলিন্দে লুকানো ভাবনা গুলো
হারিয়ে যায়,কোন সে সুখের নীলিমায়।
আঁধার কেটে গেলেই
ভেঙ্গে যাওয়া শুকনো পাতার সুর,
আরো কত বিস্বাদ পেরোলে
মেঘের ঘোর ঘুমিয়ে আসবে রোদ্দুর।
সুখ যেন কত দূর!
চোখ বুজলেই সুখের পাপড়ি গুলি
সুগন্ধ ছড়ায় আমার নাকের ডগায়,
আমি প্রচন্ড তৃষ্ণা নিয়ে তাকিয়ে দেখি
সুখ নামের আলেয়া কেবল আমায়
স্বপ্নই দেখায়।
কতদিন পেরিয়ে গেল
খোলিনি এ চোখ
সুখ হারিয়ে যাবার ভয়ে
যতটুকু ছিল জ্যোতি তাও গেছে হারিয়ে,
আজ শুধু শূন্য আমি,নিঃস্ব আমি
বাকি আছে শুধু মৃত্যুর বিমূর্ত প্রহর!
তবুও শুধু ভাবছি বসে
সুখ যেন কত দূর।