জানিস এক যুগ ধরে স্বপ্ন দেখি শুধু
এই হাতের মুঠো খুলে আঙুলের স্পর্শ ছুঁয়ে  
যদি কেউ এসেবলতো
' চল,যে স্বপ্নের আঁচলে বেঁধে রেখেছো    
বারটা বছরের জমানো ইন্দ্রজাল
আমি তার সুবাসে মুগ্ধ করি নিজেকে আজ '
আমি সাত জন্ম পরেও ভালোবেসে আগলে রাখতাম তাঁকে।
প্রতি রাতেই এক টুকরো মেঘের সাথে কথোপকথন হতো
যে শুধু মনের আকাশ অন্ধকার করে
বৃষ্টি নামাতো দুই চোখ জুড়ে!
হঠাৎ সবকিছুর অবসান করে এলে তুই
যেন আমি খুঁজে পেলাম প্রাণ!
জটাযুক্ত জীবনের জীর্ণতা শেষে যেন আজ
কোনো শিল্পীর কন্ঠে ভেসে আসছে
কুহক ভালোবাসার গান।
এখন আমার স্নেহের প্রতিটা শব্দ জুড়ে আছিস তুই।
বোনটি আমার,
এই কথাটি যেন হাজার বছরের তৃষ্ণার্ত হৃদয়ের
একবিন্দু জলের আস্বাদন!
ভালোবাসি তোকে -আর ভালোবাসা দিয়েই
বেঁধে রাখবো এই স্নেহের বাঁধন।
                                    উৎসর্গঃ
                                     লবণ