এই চোখে তাকিয়ে দেখ
চোখের চাহনিতে ধরে রেখেছি
এক নীলাম্বরী মর্মস্পর্শময়ী প্রেম,
একবার ছুঁয়ে দেখ বুকের অভ্যন্তরে
অদেখা অনুভূতি গুলো-দেখবি তোর জন্য
কত স্নেহের মাধুরী মিশিয়ে তৈরি করেছি এক রঙিন ফ্রেম,
যেখানে সযত্নে গুছিয়ে রেখেছি প্রিয় মুখ।


হয়তো তুই জানিস না...
তোর পাশে বসে উপলব্ধি করেছি
ধেয়ে আসা কত-শত অজস্র যন্ত্রণার মৃত্যু, আর
করুণ মুহূর্তের অবকাশ!
আমি জানি
হাত বাড়ালেই তোকে ছুঁয়া অসম্ভব
চাই শুধু থাকিস মিশে এই হৃদয়ে,
আমি স্বপ্ন দেখিনা আকাশ ছুঁয়ার
শুধু তার গাঢ় নীলে হৃদয় সাজাতেই উন্মুখ।


আমার খোলা আকাশ
শর্বর বক্ষ ফেটে যে আলো জ্বলে
দেখেছি সেখানে তোর হৃদয়স্পন্দন!
জানি তোর কঠিন মন
তবুও আমার সাধনার বৃত্ত পরিব্যাপ্ত হতে
প্রত্যহ স্পর্শের দিস নিমন্ত্রণ।


কত দীর্ঘশ্বাস ছেড়ে
কত বিষাদ ঘুমায়ে অন্তঃপুরে
দিন শেষে প্রাদোষে আঁখি খোলে দেখে
মনের আকাশে তারার ক্রন্দন,
এই অবেলায় আসিস প্রিয় তুই
মুছে দিতে অশ্রুজল -
খানিকটা মিলনে পূর্ণ করতে  স্বন্ধিক্ষণ
জানাই তোকে আমন্ত্রণ।।