বিকেলের ঝলমলে রোদে খোলা চুলে
দাঁড়িয়ে ছিলে বারান্দায়
তোমাকে দেখেই হতভম্ব আমি
মনে হয়েছিল হৃদয়হরণকারী কোনএক তরুণী!  
বহুক্ষণ তাকিয়ে আছি চুপচাপ
তুমি ফিরে তাকাতেই গোপনে মিষ্টি হেসেছি
তুমি তা দেখনি,
কতো ভাল লেগেছিল সেদিন তোমায়।


তুমি সুন্দরের এক অকুন্ন প্রতিভা
তুমি তা জানোনা...
তোমার উদাস করা দৃষ্টিতে সৃষ্টি হয় এক অদ্ভুত ভালোবাসা!
সত্যি তুমিই শুধু তোমার তুলনা।
তুমি ভোরের কুয়াশায় খালি পায়ে সবুজ ঘাসের উপর হেঁটে যাও যখন
কুয়াশারা আদর মাখা সংস্পর্শে জড়িয়ে ধরে তোমার  পা
আমি দৌড়ে এসে মুছে দেই
হিংসে হয় ভিষণ যখন দেখি অন্য কারো মনে
তোমার প্রতি এতটুকু ভালোবাসা।


তুমি জানো কি
তোমার কোমল স্নেহের আশীষে আমার হৃদয় জুড়ে
কত যে প্রশান্তি নামে
আর তখনি পৃথিবীর সমস্ত সুখ খুঁজে পাই!
সত্যি তুমি
অপূর্ব,অদ্ভুত,অন্তহীন ভালোবাসার ন্যায়!
তুমি সৃষ্টির সেরা, আমার হৃদয় আকাশের তারা
তুমি সন্দৌর্য,সোরভিত ফুলের শ্রেষ্ঠ এক নারী!
আমার ক্লান্তির অবসান, শান্তির জয়গান
তৃপ্তি খুঁজে পাওয়া
তোমার মায়া ভরা মুখখানি।


মধুর স্বপ্ন ভেঙে গভীর  নিশীতে      
যখন চিৎকার দিয়ে উঠি
তখন দৌড়ে এসে তুমি চুমু দিয়ে বলো
কি হলোরে সোনা?
ইচ্ছে করে তখন লক্ষ-কোটি মায়া জড়ানো সুরে বলি
"ভালোবাসি তোমায় আমি মা "।।