নবীনরা তোমরা নতুন
তোমদের জগৎ পুরাতন,
সমাজ পুরাতন,
রাষ্ট্র পুরাতন,
তবে তোমরা নবীন।
দেখবে স্বপন,
নব নব সৃষ্টিতে,
নব নব গীতে,
নব নব প্রেরণায়,
তোমরা হবে।।
কখনও বাঁধন হারা,
কখনও ভাসানী হয়ে,
কখনও মুজিব হয়ে,
কখনও জিয়া হয়ে,
কখনও দেশপ্রেমিক হয়ে।।
কোন মিথ্যুক, চাপাবাজের দশনে নয়,
কোন রাজনৈতিক দশনে নয়,
কোন বাজে নেতার দশনে নয়,
কোন মাফিয়ার দশনে নয়।।
নতুন করে
জানতে হবে,
পড়তে হবে,
মানব সমাজ গড়তে হবে।।