গরম আর গরম
উপায় নাইরে ভাই
শান্তির জন্য
এতো আয়োজন
চল চল সবাই
গেরামে পালায়
শহর যেনো আজ
জাহান্নামের পরী
তবুও মানুষ আসে শহরে
মানুষ দূষিত
নগর দূষিত
দূষিত ও সব সভ্যতা
তাই ভাইয়েরা
চল গেরামে
পুকুর পারে
খালের পারে
নদীর ধারে
শান্তি যেনো
কোথা থেকে আসে
আরও শান্তি
গাছের ছায়ায়
মন যেনো
ব্যাকুল ছিল
এই শান্তি র জন্য
মায়ের কাছে
ভাইয়ের কাছে
বউয়ের কাছে
সবাইকে শান্তিতে রাখো
আমিন আমিন।।