বসে আছি
একা একা
শীত শীত ভাব
কখন মন্দ
কখন ভালো
দুটো অবস্থায়  আছি
মশার আক্রমণে
মশার কামড়ে
জীবন যেন
কখনো কখনো
মন্দ এই অবস্থা
মাঝে মাঝে
মুঠোফোন এ
জানতে পারি
পরিচিত অনেকের
মশার আক্রমণে
জীবন যায় যায় অবস্থা
মানে তার ডেঙ্গু জ্বর হয়েছে
মশা আর গনতন্ত্রহীন সরকার একই
রক্ত নিয়ে
হোলি খেলতে
উভয়ে ভীষণ পটু
মশা আক্রমণ
কয়েল বা মশারী দিয়ে
সাময়িক বা স্হায়ীভাবে
পুরোপুরি ঠেকানো যায়
কিন্তু গনতন্ত্রহীন
জবাবদিহিতা বিহিন
মানবতাবিরোধী
বৈষম্যমূলক
স্বজনমূলক
পেটুয়া বাহিনীর
জালিম সরকারের
কাছ থেকে মুক্তি
এক সাগর
রক্তের বিনিময়ে
অজন করতে হয়
সবাইকে বলি
মশার আক্রমণ
থেকে নিজেকে বাঁচাও
দেশকে বাঁচাও
জালিম সরকারকে
হটাও না হয় সমাজের
ক্যানসার হয়ে যাবে
জনগনকে ভালোবাসো
সব সময় সুশাসনের নিশ্চিত কর
অবশেষে মশা হটাও
মাফিয়া সরকার হটাও
কিছুটা শান্তি
কিছুটা সুখ
বাংলাদেশের মানুষ পাবে ইনশাআল্লাহ।।