পাএ জামশেদ
স্থির নহে সে
এখন মোহনা
তার হৃদয়ের মোহনা
বিয়ের জন্য পাগলপারা
জীবন হলো ছন্দছাড়া
সময় কাটে না
কিছু ভালো লাগে না
জামশেদ পাগলের মতো
অভিভাবক হলো বিয়েতে সম্মত
মুঠোফোনে কথা চলে
প্রেম সাগরে দুজন ভাসে
বিয়ের দিন ধায্য
প্রেম আদায় হবে ন্যায্য
মোহনা খুশি
জামশেদ ও খুশি
বিয়ের দিন এলো
খুশির জেয়ার হলো।।।