বাংলার সাধীনতা সূর্য
বার বার ওঠে
বার বার ডুবে যায়
১৯৪৭ সালে আশায় ছিলাম
আশা ভগ্ন হল
১৯৭১ একটু সূর্যের আলো দেখেছিলাম
তাও ১৯৭২ থেকে ১৯৭৫ পযন্ত
অন্ধকারে বার বার
গনতন্ত্র জনতন্ত্র
নামে নব্য ফেরাউনরা
শাসন করত বাংলাদেশ
খাটি দেশ প্রেমিক
লোক ছিল
সবার আড়ালে
না হয় জেলখানায়
বহু রক্তের বিনিময়ে
অজিত সাধীনতা
অজিত বিজয়
এক দলের!!
এক পরিবারের!!
এক নেতার সমপওি!!
হয়ে যায়
সরকার এক দল,
সরকার এক নেতা!
এক পরিবার!
সংবিধান তার!!
আইন তার!
পেটুয়া বাহিনী তার!
বাংলার প্রেমিকরা
সাধীনতা এনেও
তাদের নাম
তাদের খ্যাতি
জনগন জানে না
জনগণের অধিকার
জবাবদিহিতা
মতপ্রকাশ
ভোটের অধিকার নাহি পায়
জনগন মুক্তি চায়
মুক্তি তবুও আসে না
সরকার যায়
সরকার আসে
উন্নয়নের লোভ দেখায়
জনগন বিশ্বাস করে
আর বার বার ঠকে
আললাহ শাসক সহ
সবার মনে
দেশ পেরেম জাগাও
জনগনের শাসন চালু হোক
আমিন আমিন।।