সুন্দর একটি গেরাম
মায়ার বাঁধন গেরাম
পাখির ডাক বারবার
হয়না সকাল আবার
আজানের মিষ্টি ধ্বনি
সবসময় পাঁচওয়াকত শুনি
সকাল বেলায় আমি
গেরামটায় চরন চুমি
কী যে আনন্দ
কী যে সুখ
নানা বয়সী মানুষ
নানা পেশার মানুষ
সবাই মোর আত্নীয়
চিরকালের মনে হয়
আজব প্রেম অনুভূতি
গেরাম এতো সুন্দর
সারি সারি গাছ
পুকুর ভরা মাছ
ফসল ভরা মাঠ
আনন্দে আনন্দে বাজিমাত
আজব প্রেম অনুভূতি
গেরাম ছেড়ে আমি
কোথাও থাকবো না
জানি আমি জানি
প্রেমের মিষ্টি অনুভূতি।।