এক ছিল বোকা ছাত্র
আবুল তার নাম
হাজার বুঝালেও
সে বুঝে কম
হুঁশে ও কম
বুদ্ধিতে ও কম
একদিন তার আব্বা
জিজ্ঞাসা করল
আবুল গনতন্ত্র কাকে বলে?
উত্তরে আবুল বলে
এই শব্দ আজ নতুন শুনলাম
কারো কাজ থেকে জেনে
আমারে বলো
আবুলের আব্বা বলল
আবুল গেলো আওয়ামীলীগ শিক্ষকের কাছে
জিজ্ঞাসা করল
গনতন্ত্র কাকে বলে
শিক্ষকের তো জীবন যায় যায় অবস্থা
উত্তরে সে বলল
গনতন্ত্র হলো
শেখ মুজিব ঘুমাতে ঘুমাতে
স্বপনে ও জাগরনে
নিজের চিন্তায় বা কারো চিন্তায়
বাংলাদেশের জনগনের
নামমাত্র অধিকার আদায়ের আরেক নাম
এবার আবুল গেল
বিএনপি শিক্ষকের কাছে
জিজ্ঞাসা করল
গনতন্ত্র কাকে বলে
সে বলল
গনতন্ত্র হলো
জনগণের দ্বারা
জনগণের জন্য
জনগণের সরকার ব্যবসথা
তবে আবুল বুঝতে একটু পারল
তার আব্বাকে বুঝালো
তবে অবশেষে গেল
বিখ্যাত চাপাবাজের কাছে
জিজ্ঞাসা করল
গনতন্ত্র কাকে বলে
উত্তরে সে বলল
গনতন্ত্র হলো
চাপা শক্তি যার
শক্তি চিরকাল তার
আবুলে উত্তরে
অজান হলো
দুনিয়া থেকে বিদায় নিল
আল্লাহ আবুলকে
মাফ কর
আমিন আমিন।।