প্রথমটা যখন চেয়েছিলাম - সূর্যের রশ্মি ঠিকরে ভিতরে
মনের রহস্য জানতে পেরে,
কাঁটা তারের তীক্ষ্ণ চুম্বনে বিদীর্ণ শরীর,
অবশেষে নিজেকে জানলাম।
প্লাবনের মাঝে তোলপাড় সকল
তুচ্ছ নুড়ি আমি ক্ষুদ্র টিলা।
স্রোতে ভাসতে ভাসতে ভড় কমানো
অবশেষ পরমাণু, দৃষ্টির আড়ালে
বন্দুকের নল উচিয়ে সামনে-
লক্ষ্য যখন বেমানান।
সে তো আমি পরিচিত মানুষ বটে
অপেক্ষা শুধু তোমার নিশানার।
মুখোশের আড়ালে অপরিচিত দস্যু
সুযোগের করবে না সদ্ব্যবহার?
মা সত্যি তুমি একটা মানুষ মারলে,
নতুন বিবর্তনের হুংকারে।
মেনে নিলাম এই পরিণতি
নিজের মৃতদেহের সামনে স্তব্ধ গতি।
প্রশ্ন - সত্যি কি বাঁচতে চেয়েছিলাম?
না কি ভুলে গিয়েছিলাম - বাঁচার অভিনয়ের সংলাপ।