চেনা ছন্দ-স্রোতে মুখস্ত ছড়ার জড় গতিতে
মেলে না নতুন মুক্তো আর - যেতে হয় ঝিনুকের নদীতে;


যে নদী হয়নি পড়া নতুন কবিতা থাকে তার বাঁকে-বাঁকে।