ভালবাসা দূরত্ব ঘোচায়;
কোন সুরে গায় নদী মোহনায়! -
দূরে আছো বলেই কাছে পেতে চাই।



ডুবুরীই বোঝে সমুদ্র-বিন্যাস -
কোন স্তরে কোন মৎস্যবাস,
কোন ঝিনুকে হয় মুক্তোচাষ।



খননেই মেলে খনিরত্ন
জয় এনে দেয় যৌবনযত্ন;
ত্রিচরণে মন হোক প্রসন্ন।